২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ। মহাকাশ বিজ্ঞানের ভাষায় ‘রিং অফ ফায়ার’। এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। ফলে অশুভ সময় থাকছে না। তবে জ্যোতিষ গণনায় ৩ রাশিকে থাকতে হবে সাবধানে। গ্রহণের সময় সূর্য থাকবে কুম্ভ রাশিতে। তৈরি হবে গ্রহণযোগ। কারা কারা থাকবেন সতর্ক?