বছরের প্রথম দিন সকলের জীবনে বিশেষ গুরুত্বের। এই দিনটি নতুন আশা ও উদ্যমে ভরা থাকে। ১ জানুয়ারি, ২০২৬ সালের প্রথম দিনেই তৈরি হচ্ছে চতুর্গ্রহী ও বুধাদিত্য যোগ। সংযোগ ঘটছে সূর্য-মঙ্গলের। এর ফলে প্রথম দিনেই দারুণ কাটবে ৩ রাশির।