ভারত পাকিস্তান ম্যাচের আগে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন ভারতীয় দলের ওপেনার শুভমন গিল। ইতিমধ্যেই আহমেদাবাদের নেটে প্রস্তুতি শুরু করে দিয়েছেন গিল। ডেঙ্গি আক্রান্ত হওয়ায় প্রথম দুই ম্যাচে খেলতে না পারলেও, পাকিস্তানের বিরুদ্ধে যে তিনি নামতে পারেন, তা বোঝা গিয়েছিল আগেই। আর এবার ম্যাচের আগের দিন গিলের শারীরিক পরিস্থিতির ব্যাপারে কথা বলতে গিয়ে রোহিত বলেন, \'প্রত্যেকদিনই নতুন একটা চ্যালেঞ্জ। গিল ৯৯ শতাংশ ফিট হয়ে উঠেছে। আমাদের কাছে প্রত্যেক দিনই নয়া চ্যালেঞ্জ। আগের ম্যাচগুলো থেকে আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামব।\'