১৬ ডিসেম্বর আবু ধাবিতে আইপিএলের নিলাম। তার আগে শনিবার বড় খেলা কলকাতার। সব দলের থেকে বেশি টাকা এখন শাহরুখের দলের হাতে। ৫ বড় ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর। এর মধ্যে রয়েছে আন্দ্রে রাসেলের মতো হিটারও! এমনকি বেঙ্কটেশ আইয়ারকেও রাখা হল না।