কারও হাতে ১২ হাজারি টিকিট। কারও হাতে ১৫ হাজার! মেসিকে দেখতে কেউ ভেঙেছেন সঞ্চয়। কারও মাসের স্যালারিটাই চলে গিয়েছে টিকিট খরচে। দেবদর্শনে এসে মন্দির ফাঁকা! মাঠে বিক্ষোভ। ভাঙচুর। মেসি ও দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু টিকিটের টাকা কি ফেরত হবে? জানিয়ে দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।