ভিডিওয় দেখতেই পেলেন মোহনবাগানের ৩ অজি ফুটবলারের সঙ্গে ঝামেলা সমর্থকদের। কারণটা কী? এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে ইরানে যায়নি সবুজ মেরুন। শাস্তিও পেয়েছে। আর এটাই মেনে নিতে পারছেন না মোহনবাগান সমর্থকরা। মোহনবাগানের অনুশীলন চলাকালীনই বিক্ষোভ। কাপুরুষ কটাক্ষ। গেটের বাইরে প্র্যাকটিস সেরে বেরোনোর সময় প্লেয়ারদের গাড়ি ঘেরাও। জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স এবং দিমিত্রির সঙ্গে কথা কাটাকাটি সমর্থকদের। ম্যাকলারেন এবং কামিন্স বোঝানোর চেষ্টা করেন, ইরানে গিয়ে খেলার অনুমতি দেয় না অস্ট্রেলিয়া। কিন্তু কে কার কথা শোনে! শেষে পুলিশি ঘেরাটোপে গাড়িতে ওঠেন অজি ফুটবলাররা।