গণেশ দাস। স্ক্রিনে যাঁকে দেখতে পাচ্ছেন। ইস্টবেঙ্গল-অন্ত প্রাণ। হুইলচেয়ার টেনেই চলে এসেছেন কিশোর ভারতীতে। জন্ম থেকেই হাঁটতে পারেন না। শারীরিক অক্ষমতা পেরিয়েও তিনি দামাল ফ্যান।