স্ক্রিনে যেটা দেখছেন, এটা কি এআই? এটা এআই নয়। সত্যি এমন স্কুটার চলে এসেছে বাজারে। দুচাকার স্কুটার তো চালিয়েছেন। কিন্তু তিন চাকা! আজ্ঞে হ্যাঁ, এবার বাজারে চলে এল তিন চাকার স্কুটার। দামও কম। আবার জ্বালানির খরচও নামমাত্র। ফ্যাম ওয়ান পয়েন্ট জিরো এবং ফ্যাম টু পয়েন্ট জিরো নামে দেশের প্রথম ফ্যামিলি স্কুটার লঞ্চ করেছে কোমাকি ইলেকট্রিক। চলে ব্যাটারিতে।