শিয়ালদা ডিভিশনে চালু হচ্ছে একের পর এক এসি লোকাল। এসি লোকালে চেপেই এখন চলে যাওয়া যাচ্ছে কৃষ্ণনগর। বনগাঁর মানুষও ধরছেন বাতানুকূল ট্রেন। ভিড়ও হচ্ছে বেশ। অফিস টাইমে তো তিল ধারণের জায়গা নেই! এখন প্রশ্ন হাওড়ায় কবে চালু হচ্ছে এসি লোকাল?