রবিবার উদ্বোধন হয়ে গেল শিয়ালদা-রানাঘাট এসি লোকালের। কখন চলবে এই ট্রেন, ভাড়াই বা কত? মাসিক কাটলে কি সাশ্রয় হবে? আর কোন কোন স্টেশনে দাঁড়াবে? সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওয়। তাই শেষপর্যন্ত দেখুন। অফিস টাইমেই চালানো হবে এসি লোকাল।