Motorcyle এর বাজারে অল্পবয়সীদের মধ্যে ১৫০-১৬০ সিসি সেগমেন্টের চাহিদা বেশি। চোখে পড়ার মতো লুক, পাওয়ারফুল ইঞ্জিন, দারুণ মাইলেজ, ১৫০ কিমি/ঘণ্টা পর্যন্ত টপ-স্পিড, এই সবেরই কম্বিনেশন চাই নতুন জেনারেশনের। বাজেটের মধ্যেই শখপূরণ।