রিচার্জের খরচ বেড়েই চলেছে। সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়! আনলিমিটেড কল, ডেটার নামে পকেট গড়ের মাঠ! এবার সস্তায় ধামাকা প্ল্যান আনল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। এতে তিন মাস অন্তর রিচার্জের দরকার নেই। বিএসএনএলের এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। দাম ২৬২৬ টাকা। মানে তিন মাস, ৯০ দিনের হিসেবে ধরলে রিচার্জ খরচ ৬৫৬ টাকা। প্রতিদিন ২.৫ জিবি হাই-স্পিড ডেটা। সেই সঙ্গে আনলিমিটেড কলিং। রোজ ১০০টি করে ফ্রি এসএমএস। আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অফার। শুধু মোবাইল নয়, ব্রডব্যান্ড প্ল্যানের দামও কমাল বিএসএনএল। আগে দাম ছিল ৯৯৯ টাকা। এখন ৭৯৯ টাকা। এই প্ল্যানে ২০০ এমবিপিএস স্পিডে মাসে ৫০০০ জিবি পর্যন্ত ডেটা। এক বছরের টাকা একসঙ্গে দিলে অতিরিক্ত ২০ শতাংশ ছাড়। অফার চলবে ৩১ মার্চ পর্যন্ত।