মাথায় হাত মধ্যবিত্তের! সোনার দৌড় যেন পাগলা ঘোড়া! রোজই দাম বাড়ছে। বুধবার পাঁচ হাজারের কাছাকাছি বাড়ল দর। স্ক্রিনের দিকে খালি তাকান- মঙ্গলবার ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১ লাখ ৫৯ হাজার ২৫০ টাকা। সেই দাম বুধবার বেড়ে হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৯০০ টাকা। ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ ৬৬ হাজার ৭০০ টাকা। মঙ্গলবার দাম ছিল ১ লাখ ৬০ হাজার ৫০ টাকা। বুধবার হলমার্ক দেওয়া সোনার গয়নার দাম ১ লাখ ৫২ হাজার ১০০ টাকা। সেই দাম বেড়ে হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৪৫০ টাকা। দামের ফারাক ৬ হাজার ৩৫০ টাকা। সোনার সঙ্গে পাল্লা দিচ্ছে রুপো। মঙ্গলবার ১ কিলো রুপোর দাম ছিল ৩ লাখ ৪৮ হাজার ৩৫০ টাকা। সেটাই বেড়ে হয়েছে ৩ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা। বাড়ল ১৮ হাজার ৫৫০ টাকা।