সোনার দাম অনেকটা কমেছে। তবে তা এখনও অনেকটাই বেশি। তা সত্ত্বেও অক্ষয় তৃতীয়ায় সোনার দোকানে ভিড়। ব্যবসায়ীরা জানাচ্ছেন, ভালো বিক্রিবাটা হয়েছে। বৃহস্পতিবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮ হাজার ৭৭৫ টাকা। শুক্রবার দাম ছিল ৮ হাজার ৯৭৫ টাকা। অর্থাৎ সোনার দাম কমল। সোনার গয়না কিনতে গেলে এর চেয়ে বেশিই খসাতে হবে। গয়নার মেকিং চার্জ ও জিএসটি যুক্ত হবে।