ট্রেনের সিট কনফার্মড হয়েছে না হয়নি? এনিয়ে শেষমুহূর্ত পর্যন্ত উৎকণ্ঠায় থাকতে হয় যাত্রীদের। এবার আর তা হবে না। রিজার্ভেশন চার্ট নিয়ে বড় ঘোষণা করল ভারতীয় রেল। ট্রেনে দীর্ঘদূরত্বের সফর করলে এই খবরটা আপনার জানা জরুরি। এখন থেকে সমস্ত ট্রেনের রিজার্ভেশন চার্ট যাত্রা শুরুর ১০ ঘন্টা আগে তৈরি করা হবে। এর অর্থ হল আপনার ওয়েটিং লিস্ট বা RAC টিকিটের স্ট্যাটাস নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত চিন্তা করতে হবে না। আগে যাত্রা শুরুর চার ঘন্টা আগে চার্ট তৈরি হত। নতুন নিয়মে সকাল ৫টা থেকে দুপুর ২টো পর্যন্ত যে ট্রেনগুলি রওনা দেয়, সেগুলির রিজার্ভেশন চার্ট আগের দিন রাত ৮টা নাগাদ তৈরি হয়ে যাবে। ফলে আপনি আগের রাতেই জানতে পারবেন টিকিট কনফার্মড হয়েছে কিনা। বহু যাত্রীর সুবিধে হবে। বিশেষ করে যাঁরা প্রত্যন্ত অঞ্চল থাকেন, স্টেশনে আসতে কয়েক ঘণ্টা লেগে যায়। এবার থেকে মোবাইলে দেখে নিতে পারবেন টিকিটের স্ট্যাটাস। সেই অনুযায়ী বাড়ি থেকে বেরোবেন।