চাইলাম, আর গাদা গাদা টিকিট বুকিং করে নিলাম। পরে সেই টিকিটই বেশি দামে বেচে দেব! দালালাদের সেই দিন শেষ হল! ৫ জানুয়ারি থেকে রেলের নয়া নিয়ম চালু হল। আধার কার্ড লিঙ্ক না হলে সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কোনও ধরণের টিকিট বুক করতে পারবেন না। তা সে সাধারণ হোক বা তৎকাল। ভ্রমণের তারিখের ৬০ দিন আগে খোলা টিকিটের ক্ষেত্রে এই নিয়ম খাটবে। চালু হচ্ছে তিনটি ধাপে। তৃতীয় ধাপে ১২ জানুয়ারি থেকে আধার লিঙ্ক না থাকলে সকাল ৮টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত টিকিট বুক করতে পারবেন না। আসলে বুকিং খোলার সঙ্গে সঙ্গে এজেন্টরা টিকিট কেটে ফেলেন। পরে কমিশনে বেচেন। আধার লিংক থাকায় ওটিপি আসবে ফোনে। ফলে সাধারণ যাত্রীরা সহজেই টিকিট পেয়ে যাবেন। কীভাবে আধার লিংক করবেন? আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে মাই প্রোফাইলে ক্লিক করুন। আধার কেওয়াইসিতে গিয়ে নথিবদ্ধ করুন।