অনলাইনে জেনারেল রিজার্ভেশন টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আনল ভারতীয় রেল। ১ অক্টোবর ২০২৫ যে কোনও ট্রেনের বুকিং উইন্ডো খোলার পর প্রথম ১৫ মিনিটের মধ্যেই যাত্রীরা সাধারণ বিজার্ভেশন টিকিট বুক করতে পারবেন। তবে এর জন্য IRCTC র অ্যাপে আধার কার্ড ভেরিফাই করা থাকতে হবে(Aadhaar Authentication)। । আগে শুধুমাত্র তৎকাল টিকিটের ক্ষেত্রে এই নিয়ম ছিল।