কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য বড় সুখবর। টোকেন জমানায় হারিয়ে গিয়েছিল এই পরিষেবা। কিউআর কোড ফিরতেই ফিরল সেই পুরনো টিকিট। তাও নয় নয় করে ১৫ বছর পর। ফিরল সেই জনপ্রিয় ‘রিটার্ন টিকিট’ পরিষেবা। ফলে ফেরার পথে স্টেশনে স্টেশনে টিকিট কাটার জন্য লম্বা লাইনে দাঁড়ানোর ঝক্কি আর পোহাতে হবে না।