আবারও ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। কারা ডাক দিল ধর্মঘট? INTUC, AITUC, সিটু-সহ আরও কয়েকটি শ্রমিক সংগঠন। আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সারা ভারত জুড়ে ধর্মঘট। এর আগে গত ২৭ জানুয়ারি ব্যাঙ্ক অফিসারদের সংগঠন দেশজুড়ে ধর্মঘট ডেকেছিল। কী কী দাবি- শ্রমবিধির বিরোধিতা। বেসরকারিকরণ রোখা। বিমায় ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রত্যাহার। কর্পোরেট ঋণ আদায়ে কড়া পদক্ষেপ। গ্রাহক পরিষেবা চড়া মাসুল কমানো। মানে ডেবিট কার্ড, এটিএম থেকে চেকবুকের মতো পরিষেবার জন্য ব্যাঙ্ক যে টাকা কাটে। আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক কাজ বন্ধ।