দেশের লাইফলাইন ভারতীয় ট্রেন। বিশ্বের চতুর্থ বৃহত্তম নেটওয়ার্ক। কোটি কোটি মানুষ রোজ ট্রেনে চড়েন। কিন্তু জানেন কি লোকাল ট্রেন বা এক্সপ্রেসে কয়েকটি জিনিস নিয়ে ওঠা যায় না! আপনার জরিমানা এমনকি জেলযাত্রাও হতে পারে। কী কী? অ্যাসিড নিয়ে ট্রেনে একদম উঠবেন না। এক হাজার টাকা জরিমানা অথবা তিন বছরের জরিমানা। স্টোভ বা গ্যাস সিলিন্ডার নিয়েও উঠবেন না। আতসবাজি যেমন বোম, বারুদ নিয়ে ওঠা যায় না ট্রেনে। হাজতবাস তো বটেই, জরিমানাও হতে পারে। জানলে অবাক হবেন, শুকনো নারকেল নিয়েও ট্রেনে উঠলে জরিমানা দিতে হতে পারে। তাই সাবধান!