রয়্যাল এনফিল্ড বুলেট কেনার শখ প্রায় সব বাইকপ্রেমীরই। কিন্তু পকেট গড়ের মাঠ! বুলেটের যা দাম!এবার সাধের বাইক সাধ্যের মধ্যে। সৌজন্যে জিএসটি কাট। ৩৫০ সিসির কম ইঞ্জিন ক্ষমতার বাইকের উপর জিএসটি ২৮ শতাংশ থেকে কমে হয়েছে ১৮ শতাংশ। কমেছে বুলেট ৩৫০-এর দাম। কতটা? আগে এই বাইকেরই এক্স শোরুম দাম পড়ত প্রায় ১.৭৬ লক্ষ টাকা। সেটাই প্রায় ১.৬২ লক্ষ টাকা। ইন্স্যুরেন্স ও অন্যান্য খরচ মিলিয়ে অন-রোড পড়ত ২ লক্ষ ১০ হাজার টাকা। এখন সেটা ১.৯০ লক্ষ টাকা!প্রায় ২০,০০০ টাকা সস্তা।