কলকাতা মেট্রোর তিনটি নতুন রুটে উদ্বোধন হয়েছে। নিত্যযাত্রীরা এবার হাওড়া, শিয়ালদা, নোয়াপাড়া, বিমানবন্দরেও মেট্রো পথে যাতায়াত করতে পারবেন। কিন্তু শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাতায়াত করতে 'ব্রেকজার্নি' করতে হবে মেট্রোয়।