গলদ ঘর্ম হয়ে অফিস যাওয়া বা বাড়ি ফেরার দিন শেষ । পুজোর আগেই ফের চমক পূর্ব রেলের। আরও দুটি নতুন রুটে চালু হচ্ছে AC লোকাল। শিয়ালদহ-বনগাঁ এবং শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত এসি লোকাল দুটি চলবে বলে খবর। কোথা থেকে ছাড়বে ? এবং কোন-কোন স্টেশনে দাঁড়াবে এই ট্রেনগুলি ? জেনেনিন বিস্তারিত