UPI পেমেন্টের নিয়মে বড় বদল। এতদিন কিউআর কোড স্ক্যান করার পর পিন দিতে হত। এবার তাতে যোগ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস রেকগনিশন। ফলে আঙুলের ছাপ বা মুখ দিয়েই পেমেন্ট হয়ে যাবে। বারবার পিন দেওয়ার দরকার পড়বে না। পেমেন্ট করা আরও সহজ হবে।