বঙ্গ রাজনীতিতে এবার ফিটনেস ট্রেন্ড। দুপুরে ৪ কিমি হাঁটা। তারপর বক্তৃতা। আর সেই বক্তৃতা শেষে পৌঁছে গেলেন কলকাতার তরুণ ব্যবসায়ীদের সঙ্গে একটি আলাপচারিতা সারতে। আর সেখানেই ১, ২, ৩, ৪... ১০ নয়। ৩০ এর বেশি পুশআপ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাঁর এই কীর্তিতে তখন গোটা হলে হাততালির জোয়ার। এই ঘটনাই আরও একবার প্রমাণ করে দিল কতটা ফিটনেস সচেতন হয়ে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নইলে কী এতগুলি পুশআপ একসঙ্গে দেওয়া চারটিখানি কথা!