ভিড়ে ভিড়াক্কার। এক মহিলা কোনওক্রমে গাড়িতে উঠছেন। এই ভিডিও এখন ভাইরাল গোটা দেশে। ভিডিওর এই মহিলা জনপ্রিয় অভিনেত্রী নিধি আগরওয়াল। নামেই ফ্যানদের ভালোবাসা! এটা শ্লীলতাহানি। গাড়িতে ঢুকেই স্বস্তির নিঃশ্বাস নিধির- হে ভগবান, পুরো নরক। হায়দ্রাবাদে রাজাসাব ছবির প্রচারে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই উৎসাহী ফ্যানরা ঘিরে ধরেন। গায়িকা চিন্ময়ী শ্রীপদ লিখেছেন, এক দঙ্গল পুরুষ হায়নার থেকেও খারাপ আচরণ করছে!