ছিলেন ক্রিকেটার। মুম্বইয়ের হয়ে অনুর্ধ্ব-১৬ ও অনুর্ধ্ব-১৯ খেলেছেন। সরফরাজ খান ছিলেন তাঁর সতীর্থ। মাত্র ১৮ বছর বয়সে ইংল্যান্ডের লিচেস্টারশায়ার লীগে হিঙ্কলি ক্রিকেট ক্লাবেও খেলেছেন। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৯ কোচবিহার ট্রফিতে পুদুচেরির হয়ে দুর্দান্ত পারফর্ম করেন। পাঁচ ম্যাচে ৩০০ রান করেন। সর্বোচ্চ ১৫০। দুটি অর্ধশতরান এবং ২০টি উইকেটও নেন। সেই তিনিই এখন পুরুষ থেকে হয়েছেন নারী। ২০২৩ সালে করিয়েছিলেন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। এখন পুরোপুরি নারী। কথা হচ্ছে, টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের ছেলে আরিয়ানের। এখন নিজেকে অনায়া বাঙ্গার বলে পরিচয় দেন। এখন আর ক্রিকেট খেলেন না। কারণ আইসিসির নিয়ম অনুযায়ী রূপান্তরকামীরা খেলতে পারেন না। অনয়া চান, তাঁকে নারী দলে সুযোগ দেওয়া হোক। সদ্য MX প্লেয়ারের রিয়েলিটি শো রাইজ অ্যান্ড ফলে অংশ নিয়েছিলেন। ইনস্টাগ্রামে প্রায় সাড়ে সাত লাখ ফলোয়ার।