নেটমাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিও। দেখা যাচ্ছে এক মহিলা নাচছেন সেতুর উপর। সামনে পুলিশের গাড়ি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এক পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার। অপারাজিতা কি ডান্স নামে একটি পেজ থেকে নাচের ভিডিও আপলো়ড করা হয়েছে।