উত্তরপ্রদেশের কনৌজ জেলার জেল থেকে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে শিব নগর নামে এক যুবক আনন্দে লাফিয়ে ওঠেন এবং জেল গেটেই ব্রেক ডান্স শুরু করেন। মাদক মামলায় গত ৯ মাস ধরে জেলে ছিলেন শিব।