এই ভিডিওয় যাঁকে দেখতে পাচ্ছেন তিনি ডাক্তার। নাম মোল্লা ইরফান হোসেন। তিনি নাগরাকাটার ব্লক মেডিক্যাল অফিসার। এই ভিডিও এখন ভাইরাল। প্রশংসিত হচ্ছেন ইরফান। কারণ বানভাসি নাগরাকাটায় মানুষ এখন আটকে। তাঁদের স্বাস্থ্য পরিষেবা দিতেই দড়ি ধরেই পারাপার করছেন ডাক্তারবাবু। ঝুঁকির পথ। কিন্তু মানবসেবাই ধর্ম।