ক্যানভাসিং ইন মিনি পাকিস্তান অব কলকাতা। বাংলা অর্থ, কলকাতার মিনি পাকিস্তানের ক্যানভাস। স্ক্রিনে এই যে খবরটা দেখছেন, এটা ছেপেছিল পাকিস্তানের ডন পত্রিকা। সময়টা ২৯ এপ্রিল ২০১৬। তখন রাজ্যে চলছিল বিধানসভার ভোট। সেই ভোট কভারে এসেছিলেন পাক সাংবাদিক মালিহা হামিদ সিদ্দিকি। ওই রিপোর্টের শুরুতেই লেখা, 'চলুন আপনাকে কলকাতার মিনি পাকিস্তানে নিয়ে যাই'। বললেন কলকাতার শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক প্রার্থী ববি ফিরহাদ হাকিম। কভার ছবি, উর্দুতে লেখা ফিরহাদের ভোট প্রচারের ব্যানার। পাকিস্তানি সাংবাদিক দাবি করেছেন, গার্ডেনরিচকে মিনি পাকিস্তান আখ্যা দিয়েছেন ফিরহাদ!এই একটা প্রতিবেদন ৯ বছর ধরে তাড়া করে বেড়াচ্ছে কলকাতার মেয়রকে। বিজেপির নেতারা আকছার কটাক্ষ করেন। বৃহস্পতিবার সেনিয়ে মুখ খুললেন ফিরহাদ। বললেন ও কথা তাঁর নয়। এ ব্যাপারে ডন পত্রিকার তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি।