পুলিশের গাড়িতেই ঢুকল অজগর। মধ্যপ্রদেশের মন্দসৌরের ভানপুরার ঘটনা। কোনওভাবে একটি অজগর পুলিশের প্যাট্রোল কারে ঢুকে পড়ে। অজগরটি বেশ কিছুক্ষণ সেই গাড়িতেই বসে ছিল। তারপর নিজে থেকেই বেরিয়ে আসে। সেই ভিডিও-ই এখন ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।