এশিয়া কাপে পাকিস্তানকে হেলায় হারিয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচের পর প্রথা মেনে করমর্দন করেননি সূর্যকুমাররা। মুখের উপর বন্ধ করে দিয়েছেন ড্রেসিংরুমের দরজা। এ যেন কাটা ঘায়ে নুনের ছিঁটে! তেলেবেগুনে চটেছেন পাকিস্তানিরা। সূর্যকুমারকে আক্রমণ করতে গিয়ে গাল দিয়ে ফেললেন ধর্মান্তরিত মহম্মদ ইউসুফ। আগে ছিলেন খৃষ্ট্রান। নাম ছিল ইউসুফ ইউহানা। তার আগে ছিলেন আবার হিন্দু। সেই মহম্মদ ইউসুফ সামা টিভি শোয়ে ভারত অধিনায়ক সূর্যকুমারকে বলেছেন, 'শুয়োরকুমার'। আর এটা বারবার বলেছেন। অপারেশন সিঁদুর, তারপর ক্রিকেট ম্যাচ- সব জায়গাতেই ভারতের কাছে হারছে পাকিস্তান! তাই বোধহয় মাথার ঠিক থাকছে না ইউসুফদের।