এই ভিডিওটা উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি গয়নার দোকানের। হাত সাফাই দেখুন খালি! ১৪ লাখের গয়না চুরি। মাথায় ঘোমটা। অত্যন্ত সাধারণ পোশাকের তিন গোবেচারা দেখতে মহিলা! কয়েক সেকেন্ডেই সোনার গয়নার বাক্স ঢুকিয়ে অন্য মহিলার চাদরে। অভিযুক্তরা পলাতক।