অসমের উদ্ধার হল বিশাল অজগর। লোকালয়ে ঢুকে পড়ে একটি বিশাল অজগর। অসমের উদালগুড়ি জেলার বোগামাটি দেচুঙ্গা এলাকায় ঢুকে পড়ে একশো কেজির অজগর। অসম বনকর্মী ও সশস্ত্র সীমা বলের জওয়ানরা সাপটি নিয়ে গিয়ে বারনদী বনাঞ্চলে ছেড়ে দেয়।