'সটে ২০০। ৩০ মিনিটে ৩০০। থানা মেন্টেন কোরে কাজ করা হয়'। লোকাল ট্রেনের কামরায় সাঁটা এমন পোস্টার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এতটা খুল্লামখুল্লা মধুচক্র! তাও আবার পুলিশকে জানিয়ে? পুরো বিষয়টি অন্তর্তদন্ত করল বাংলা ডট আজতক ডট ইন।