প্রথমে মিষ্টি মিষ্টি কথা। তারপর গলায় একগোছা মালা। এরপর গালে একের পর এক কষে চড় কষানো হল নেতার। কাজটি করলেন একজন দলের কর্মী। উত্তরপ্রদেশের জৌনপুরের এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জালালপুরের একটি অনুষ্ঠানে দলের এক কর্মী সুহেলদেব স্বাভিমান পার্টির সভাপতি মহেন্দ্র রাজভরকে চড় মারেন।