স্ক্রিনে দেখতে পাচ্ছেন, নববিবাহিত দুই নারীকে। সমলিঙ্গে বিবাহ!দেশের মেট্রো শহরে এখনও সেম সেক্স ম্যারেজ ট্যাবু। সেই জায়গায় সুন্দরবনের মতো প্রান্তিক এলাকায় মেয়ে-মেয়ে বিয়ে! চার হাত এক করে দিলেন স্থানীয়রাই। দুই পাত্রী- দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের রিয়া সর্দার। আর একজন কুলতলির বকুলতলার রাখী নস্কর। শুনুন রিয়া-রাখীর কথা।