বিগত কয়েকদিন ধরেই নানা ধরনের জল্পনা চলছে প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে। এমনকী, কিছু সংবাদমাধ্যম ধর্মেন্দ্র মারা গিয়েছেন বলেও খবর করে দেন, যখন হাসপাতালে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। এর আগেই গোটা ব্যাপারটা নিয়ে সংবাদমাধ্যমকে একহাত নিয়েছেন স্ত্রী হেমা মালিনী। এবার সানি দেওলও কড়া ধমক দিলেন বাইরে জড়ো থাকা পাপারাজ্জিদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল, সানিকে রাগে বাড়ি থেকে বেরিয়ে এলেন।বাইরে জড়ো হওয়া ফটোগ্রাফারদের সামনে হাতজোড় করেন তিনি এবং বেশ কড়াভাবেই বলে ওঠেন ‘লজ্জা পান একটু’। বলেন, ‘আপনাদের তো লজ্জা লাগা উচিত। আপনাদের ঘরেও তো মা-বাবা আছে, বাচ্চারা আছে, এখনও বোকার মতো ভিডিও করে চলেছেন। আপনার নিজের জন্য লজ্জা হওয়া উচিত।’