হিমাচল প্রদেশের সিরমৌরের শিল্লাই গ্রামে হট্টি জনজাতির দুই ভাই একসঙ্গে বিয়ে করলেন এক মহিলাকে। শত শত গ্রামের মানুষের উপস্থিতিতে তিন দিন ধরে চলে এই বিয়ের অনুষ্ঠান। এই বহুবিবাহ প্রথাকে স্থানীয় ভাষায় বলা হয় ‘জোড়িদারা’। হিমাচল প্রদেশের রাজস্ব আইনে এই ঐতিহ্যকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ট্রান্স-গিরি অঞ্চলে এমন প্রথা এখনও টিকে আছে, যদিও তা আজকাল বিরল। সমাজের সম্মতিতেই এই বিয়ে হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পাহাড়ি সংস্কৃতির এক প্রাচীন অনুশীলনের সাক্ষী থাকল গ্রামবাসী ও পর্যটকেরা।