ভোজপুরি কুইন মোনালিসা সবসময় তার বিভিন্ন ছবির কারণে সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটে থাকেন।
সম্প্রতি, মোনালিসা ট্র্যাডিশনাল বাঙালি লুকে শাড়ি পরা ছবি পৌস্ট করেছেন, যা তাঁর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।
লাল পেড়ে সাদা শাড়ি আর সঙ্গে লাল টিপ।
তাকে এই লুকে দেখে ভক্তরা ভীষণ খুশি।
এই থ্রোব্যাক ছবিগুলি শেয়ার করার সময়, মোনালিসা তার পরিবারকেও সামনে এনেছেন।
এসব ছবিতে দেখা যাচ্ছে মোনালিসার পরিবারের সদস্যদের।
কখনো মোনালিসাকে তার মায়ের সঙ্গে, কখনো তার পুরো পরিবারের সঙ্গে পোজ দিতে দেখা যাচ্ছে।
ছবি শেয়ার করতে গিয়ে ক্যাপশনে মোনালিসা লিখেছেন- শুভ নববর্ষ... ছবিগুলি গত বছরের। অবশ্যই পুরানো কিন্তু সেরা।
সিঁথিতে লাল সিঁদুর,মোনালিসার সৌন্দর্য যেন আরও বাড়িয়ে দিয়েছে।
এরকম আরও স্টোরি চাই?
Read More
ভোজপুরি কুইন মোনালিসা সবসময় তার বিভিন্ন ছবির কারণে সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটে থাকেন। সম্প্রতি, মোনালিসা ট্র্যাডিশনাল বাঙালি লুকে শাড়ি পরা ছবি পৌস্ট করেছেন, যা তাঁর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।