বুধবার সন্ধ্যায় এক দুঃসংবাদে মন ভারাক্রান্ত হয়ে যায় সকলের। ব্রেন স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ঐন্দ্রিলা শর্মা।
এই খবর সামনে আসার পর থেকেই ঐন্দ্রিলার সুস্থতা কামনা করে পোস্ট করছেন নেটিজেনরা।
দু'বার ক্যান্সারকে হারিয়ে কাজে ফিরেছিলেন অভিনেত্রী। কিন্তু জীবনযুদ্ধে ফের লড়াই শুরু তাঁর।
আচমকাই ব্রেন স্ট্রোক হয়ে অত্যন্ত আশঙ্কাজনক ঐন্দ্রিলা। বর্তমানে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন তিনি।
তাঁর পরিবার বা প্রেমিক সব্যসাচী চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা যায়নি এখনও পর্যন্ত।
ঐন্দ্রিলার দুটো হাতই অসাড় ছিল। পরে হাত একটু নেড়েছে, চোখের পাতা নড়েছিল একটা সময়। তবে এখনও জ্ঞান ফেরেনি।
সব্যসাচী ফেসবুকে লেখেন, "নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো...।"
বহরমপুরের মেয়ে ঐন্দ্রিলা 'ঝুমুর' ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে পা রাখেন।
এই ধারাবাহিকে তাঁর বিপরীতে ছিলেন সব্যসাচী। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব ও পরে সম্পর্কে।
'জিয়ন কাঠি' ধারাবাহিকে জাহ্নবী চ্যাটার্জী চরিত্রে সকলের মন জয় করেছিলেন ঐন্দ্রিলা।
এছাড়াও ওয়েব সিরিজ ও অরিজিনালসে অভিনয় করেছেন তিনি।
প্রায় বছর সাতেক আগে ২০১৫ সালে শিরদাঁড়ার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা।
একাধিকবার ঝুঁকিপূর্ণ সার্জারির পর চলেছে কেমোথেরাপি, রেডিয়েশন। তবুও মুখের হাসি কখনও অমিল হতে দেখেননি কাছের মানুষেরা।
বছরভর দীর্ঘ লড়াইয়ের পর, গত বছরের শেষে জানা যায় দ্বিতীয়বার ক্যান্সারকে হারিয়েছেন তিনি।
বারবার পড়ে গিয়েও, গা ঝেড়ে আবার উঠে দাঁড়িয়েছেন ঐন্দ্রিলা শর্মা। এখন সকলের অপেক্ষা, ফিট হয়ে, হাসি মুখেই তাঁর ফেরার।
এরকম আরও স্টোরি চাই?
Read More
এখনও হাসপাতালে লড়ছেন ঐন্দ্রিলা শর্মা। হাসপাতালে তাঁর সঙ্গে রয়েছেন বাবা, দিদি, প্রেমিক সব্যসাচী চৌধুরী সহ পরিজনেরা। এখনও তিনি আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন হাওড়ার এক বেসরকারি হাসপাতালের নিউরো আইসিইউ-তে। সূত্র মারফত জানা যাচ্ছে, এখনও জ্ঞান ফেরেনি তাঁর। অভিনেত্রীর শারীরিক পরিস্থিতিরও বিশেষ উন্নতি হয়নি। কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। বিপদ এখনও কাটেনি।