BY: Aajtak Bangla 

তারার দেশে 'ফাইটার' ঐন্দ্রিলা

20 NOVEMBER 2022

মাত্র ২৪ বছর বয়সেই চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা।


একবার নয় দু-দু’বার মারণ রোগ থাবা বসিয়েছিল তাঁর শরীরে। তবে ক্যানসারকে নকআউট করে দিয়েছিলেন অভিনেত্রী। 

শেষ পর্যন্ত ব্রেন স্ট্রোক আর হার্ট অ্যাটাকের সঙ্গে বিপুল লড়েও জেতা হল না অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার।

২০ নভেম্বর, দুপুর ১২টা ৫৯ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। 

শনিবার সন্ধের পর রাতে ১০ বার পরপর হৃদরোগে আক্রান্ত হন তিনি।

শনিবার সন্ধেতেও হৃদরোগে আক্রান্ত হন তিনি। 

তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ছিলেন  চিকিৎসকরাও। 

রবিবার সকালেও অভিনেত্রীর বেশ কয়েক বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তার পর থেকেই পরিস্থিতি জটিল হতে শুরু করে।

পয়লা নভেম্বরের রাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা। অভিনেত্রীকে ভরতি করা হয় হাওড়ার বেসরকারি হাসপাতালে।

গত ১৪ নভেম্বর থেকে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। হৃদ্‌যন্ত্র স্তব্ধ হয়ে যাচ্ছিল বার বার। 

১৯৯৮-এর ৫ ফেব্রুয়ারি জন্ম ঐন্দ্রিলা শর্মার। 

একাদশ শ্রেণিতে পড়ার সময়  জন্মদিনের দিনই তাঁর শরীরে বেড়ে ওঠা মারণরোগের কথা প্রকাশ্যে আসে। 

দীর্ঘ লড়াইয়ের পর  ২০১৬ সালে সুস্থ হয়ে ওঠেন ঐন্দ্রিলা শর্মা।

২০১৭ সালে  'ঝুমুর' ধারাবাহিকের হাত ধরেই টেলিভিশনে কাজ করা শুরু করেন তিনি। 



সেই ধারাবাহিকে ঐন্দ্রিলার বিপরীতে ছিলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী, সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব, পরে সেই বন্ধুত্ব প্রেমে বদলে যায়। 



ঝুমুর ধারাবাহিক শেষ হওয়ার পর ঐন্দ্রিলা শর্মাকে দেখা যায় 'জিয়ন কাঠি' ধারাবাহিকে। 



এই বাংলা ধারাবাহিকের হাত ধরেই ধীরে ধীরে জনপ্রিয়তা পান ঐন্দ্রিলা। 



কেমো, রেডিয়েশন, অস্ত্রোপচার— আবার সেই এক নরক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় অভিনেত্রীকে। তবে  লড়াই করে ফিরে এসেছিলেন।



গোটা এই সময়টায় ঐন্দ্রিলার ছায়াসঙ্গী হয়েছিলেন সব্যসাচী চৌধুরী। 



শনিবার রাতে ফেসবুক থেকে ঐন্দ্রিলার বন্ধু ও অভিনেতা সব্যসাচী চৌধুরী অভিনেত্রী-সংক্রান্ত সমস্ত পোস্ট মুছে ফেলেন।



এরপরই চিন্তিত হয়ে পড়েন শুভাকাঙ্ক্ষীরা।  অবশেষে সেই আশঙ্কা সত্যি করে চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা।



এরকম আরও
স্টোরি চাই?

এরকম আরও
স্টোরি চাই?

Read More
মাত্র ২৪ বছর বয়সেই চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা। একবার নয় দু-দু’বার মারণ রোগ থাবা বসিয়েছিল তাঁর শরীরে। দু’বারই ক্যানসারকে নকআউট করে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্রেন স্ট্রোক আর হার্ট অ্যাটাকের সঙ্গে বিপুল লড়েও জেতা হল না অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ২০ নভেম্বর, দুপুর ১২টা ৫৯ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।