BY: Aajtak Bangla
TRP তালিকায় সেরা দশে রয়েছে কোন বাংলা মেগাগুলি?
11 JULY 2022
কোন ধারাবাহিক কেমন স্কোর করেছে তা জানার উপায় টিআরপি।
সামনে এসেছে বাংলা ধারাবাহিকের গত সপ্তাহের মার্কশিট।
এই সপ্তাহেও শীর্ষে 'ধুলোকণা', পেয়েছে ৯.৩ রেটিং পয়েন্ট।
দ্বিতীয় স্থান বহাল 'গাঁটছড়া'-র, পেয়েছে ৮.৩।
তৃতীয় স্থানে 'আলতা ফড়িং', প্রাপ্তি ৮.০।
এবার চতুর্থ 'গৌরী এলো', পেয়েছে ৭.৭ রেটিং পয়েন্ট।
যৌথ পঞ্চম স্থানে 'মিঠাই' ও 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার।
এই দুই মেগার ঝুলিতে এসেছে ৭.৫ পয়েন্ট।
ষষ্ঠ স্থানে 'মন ফাগুন', পেয়েছে ৭.২।
সপ্তমে 'উমা'-র, প্রাপ্তি ৬.৩।
অষ্টম স্থানে উঠে 'আমাদের এই পথ যদি না শেষ হয়' পেয়েছে ৬.০।
একধাপ নেমে নবমে 'অনুরাগের ছোঁয়া', পেয়েছে ৫.৯ পয়েন্ট।
অন্যদিকে দশমে 'খেলনা বাড়ি'-র, প্রাপ্তি ৫.৭।
এরকম আরও
স্টোরি চাই?
Read More
একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে ধারাবাহিকগুলির স্থান পরিবর্তন হয়েছে গত সপ্তাহের তুলোনায়।
Related Stories
পুলে জলকেলি নুসরতের, গরমেও ঘাম ঝরবে জিতের নায়িকাকে দেখে
পঞ্চায়েত খ্যাত অভিনেতা দিনের পর দিন বেকার! চরম সঙ্কটে
অন্তরঙ্গ দৃশ্যে স্বাচ্ছন্দ্য নয় করিনা, কারণ জানালেন নিজেই
এই ৫ কথা লুকিয়ে রাখুন, তবেই জীবনে সফল হবেন