BY: Aajtak Bangla
মালদ্বীপ ভ্যাকেশনে লাভ বার্ডস বনি- কৌশানী!
25 MAY 2022
বর্তমানে একসঙ্গে ছুটি কাটচ্ছেন টলিউড জুটি বনি সেনগুপ্ত- কৌশানী মুখোপাধ্যায়।
গত মাসেই সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ায় শিরোনামে এসেছিলেন জুটি।
সাময়িক ভুল বোঝাবুঝি দূর করে, ভ্যাকেশনের ডেস্টিনেশন হিসাবে তাঁরা বেছে নিয়েছেন মালদ্বীপ।
দু'জনের সোশ্যাল পেজ ভরেছে বিশেষ মুহূর্তের ছবি, ভিডিওতে।
ফ্লোটিং ব্রেকফাস্ট থেকে শুরু করে বিচ -সাইড মুভি, সবই দারুণ উপভোগ করছেন তাঁরা।
বনি ও কৌশানী দু'জনেরই পছন্দ সমুদ্র। এজন্যেই একান্তে সময় কাটাতে মালদ্বীপকেই বেছে নিয়েছেন।
তারকা জুটির বিচওয়্যার বেশ নজর কাড়ছে সকলের। নায়িকার মনোকিনিতে মন মজেছে বহু ফ্যানেদের।
গত ১৭ মে ছিল কৌশানীর জন্মদিন। প্রেমিকার জন্মদিনে পার্টির আয়োজন করেছিলেন বনিও।
গত ১৭ মে ছিল কৌশানীর জন্মদিন। প্রেমিকার জন্মদিনে পার্টির আয়োজন করেছিলেন বনি।
এই পার্টিতে হাজির ছিলেন টলিপাড়ার অনেকেই। এদিন নিজেদের প্রযোজনা সংস্থার নাম ঘোষণা করেছেন তাঁরা।
এর আগে গত ১০ অগস্ট ছিল বনির জন্মদিন। সেই উপলক্ষে দু'জনে গিয়েছিলেন গোয়া ভ্যাকেশনে।
এরকম আরও
স্টোরি চাই?
Read More
বর্তমানে একসঙ্গে ছুটি কাটচ্ছেন টলিউড জুটি বনি সেনগুপ্ত- কৌশানী মুখোপাধ্যায়। ভ্যাকেশনের ডেস্টিনেশন হিসাবে তাঁরা বেছে নিয়েছেন মালদ্বীপ। দু'জনের সোশ্যাল পেজ ভরেছে বিশেষ মুহূর্তের ছবিতে।
Related Stories
বিশ্বের সেরা ১০ কোটিপতি এঁরা, কার কোন ব্যবসায় লক্ষ্মীলাভ?
মাংস ছাড়াই সুস্বাদু নবরত্ন বিরিয়ানি, রইল সহজ রেসিপি
বাচ্চার উচ্চতা নিয়ে টেনশনে? হাইট বাড়ানোর সেরা টিপস এটা
কখন ডিনার করেন করিনা? জেল্লা ধরে রাখতে মেনে চলুন বেবোর রুটিন