BY: Aajtak Bangla
মেদ ঝরাতে জিমে নিয়মিত ওয়ার্ক আউট এনার
BY: Aajtak Bangla
2 December 2022
আলোচনায় থাকেন এনা সাহা। বারবার সংবাদের শিরোনামে আসেন অভিনেত্রী- প্রযোজক।
সম্প্রতি শরীরচর্চায় মেতেছেন নায়িকা। নিয়মিত জিমে যাচ্ছেন তিনি।
অভিনেত্রীর ওয়ার্ক আউটের নানা ভিডিও শেয়ার করেছেন তাঁর জিম ট্রেনার।
শরীরচর্চার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিয়েছেন তিনি, করছেন মেডিটেশন।
অনেকে মনে করছেন, নতুন কোনও ছবির জন্যই প্রস্তুতি নিচ্ছেন নায়িকা।
তাঁর ছবি 'চিনে বাদাম' নিয়ে অনেক জলঘোলা হয়েছে।
নুসরত জাহান, যশ দাশগুপ্ত অভিনীত তাঁর পরের ছবির মুক্তিও আটকে রয়েছে এই মুহূর্তে।
বারবার ট্রোলড হয়ে বডি শেমিংয়ের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে এনাকে।
কিছু নেটিজেন ট্রোলিং করতে ছাড়েননি এই ভিডিওতেও। কমেন্ট বক্স ভরেছে কটূক্তিতে।
তবে, এনার ফ্যানেদের জন্য তাঁর এই ওয়ার্ক আউট মুহূর্তগুলি যে অনুপ্রেরণা জোগাবে তা আর বলতে বাকি রাখে না।
এরকম আরও
স্টোরি চাই?
Read More
আলোচনায় থাকেন এনা সাহা। বারবার সংবাদের শিরোনামে আসেন অভিনেত্রী- প্রযোজক। সম্প্রতি শরীরচর্চায় মেতেছেন নায়িকা। নিয়মিত যাচ্ছেন জিমে। অভিনেত্রীর ওয়ার্ক আউটের নানা ভিডিও শেয়ার করেছেন তাঁর জিম ট্রেনার।
Related Stories
পুলে জলকেলি নুসরতের, গরমেও ঘাম ঝরবে জিতের নায়িকাকে দেখে
TRP আসলে কী? মেগা সিরিয়ালের দর্শকদের জানা উচিত
দেখতে মোমোর মতো, কিন্তু মোমো নয়, মুচমুচে স্বাদের এই খাবার অপূর্ব
জমজমাটি সরস্বতী পুজো টলিপাড়ায়, কে কেমন সাজলেন?