BY: Aajtak Bangla 

যেন 'অচেনা' হরনাজ, একবছরেই এত পরিবর্তন!

31 MARCH 2022

২০২১ সালে মিস ইউনিভার্সের খেতাব জেতেন হরনাজ সান্ধু। 

২১ বছর পর ভারতে এই শিরোপা এনেছেন হরনাজ। 

সেই সুস্মিতা সেনের পরে হারনাজের ঝুলিতে রয়েছে এই মিস ইউনিভার্সের খেতাব।

প্রথম দিকে মিস ইউনিভার্স ২০২১ খেতাব জয়ী হারনাজ সান্ধুকে নিয়ে মেতে থাকলেও মাস দুই জেতে না জেতেই মিস ইউনিভার্স-কে নিয়ে ট্রোলিং-এ মেতে ওঠে নেটিজেনরা।

মাত্র ১ বছর আগের সান্ধুকে দেখে এখন আর চেনাই যাচ্ছে না।

শরীরে মেদ জমায় 'মোটি', 'মোটা মিস ইউনিভার্স, 'জিরো ড্রেসিং সেন্স' একাধিক কটাক্ষের শিকার হতে হচ্ছে হরনাজ সান্ধুকে।

সম্প্রতি বেশ কিছু ইভেন্টে ক্যামেরা বন্দি হতে দেখা যায় হরনাজকে। আর সেখানেই মিস ইউনিভার্সের মুখে একটু বদল ধরা পড়ে।

জানা গিয়েছে, হরনাজ সেলিয়াক ডিজিজে আক্রান্ত। সেলিয়াক রোগ এক ধরনের জিনগত অটোইমিউন ব্যাধি যাতে পাচনতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। সেই কারণেই নাকি তাঁর ওজন বেড়ে গিয়েছে।

অবশ্য যদিও নেটিজেনদের একাংশ মিস ইউনিভার্সের পক্ষেই থেকেছেন, তাঁরা বলেছেন এখনও ঠিক সমানভাবে সুন্দরী হরনাজ সান্ধু।

এরকম আরও
স্টোরি চাই?

Read More
ইজরায়েলে ৭৯টি দেশের প্রতিযোগীদের পরাজিত করে ছিনিয়ে এনেছিলেন সেরার শিরোপা। প্রথম দিকে মিস ইউনিভার্স ২০২১ খেতাব জয়ী হারনাজ সান্ধুকে নিয়ে মেতে থাকলেও মাস দুই জেতে না জেতেই মিস ইউনিভার্স-কে নিয়ে ট্রোলিং-এ মেতে ওঠে নেটিজেনরা। মাত্র ১ বছর আগের সান্ধুকে দেখে এখন আর চেনাই যাচ্ছে না। অনেকটা ওয়েট বেড়ে গিয়েছে সান্ধুর। শরীরে মেদ জমায় 'মোটি', 'মোটা মিস ইউনিভার্স, 'জিরো ড্রেসিং সেন্স' একাধিক কটাক্ষের শিকার হতে হচ্ছে হরনাজ সান্ধুকে।