BY: Aajtak Bangla 

জগন্নাথের স্নানযাত্রায় ধুতি-পঞ্জাবিতে মধ্যমণি ইউভান

16 JUNE 2022

হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব জগন্নাথের স্নানযাত্রা। এবছর এই বিশেষ উৎসব পড়েছিল ১৪ জুন। 

শুভ দিন উপলক্ষে বিশেষ পুজো ও নাম-কীর্তনের আয়োজন করা হয়েছিল রাজ চক্রবর্তী -শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। 

ফুল, চন্দন দিয়ে সুন্দর করে সাজানো হয় জগন্নাথ- বলরাম-সুভদ্রার মূর্তি। নিবেদন করা হয় বিশেষ ভোগ।

নিষ্ঠা করে সম্পন্ন হয়েছে জগন্নাথদেবের স্নানযাত্রা। বিভিন্ন মুহূর্ত সোশ্যাল পেজে শেয়ার করেছেন শুভশ্রী। 

এদিন ইস্কনের মহারাজরা চক্রবর্তী বাড়িতে এসেছিলেন কীর্তন শোনাতে। 

 একসঙ্গে পুজো করতে দেখা গেল তারকা-দম্পতিকে। দু'জনেই পরেছিলেন ট্রাডিশনাল পোশাক। 

 সবচেয়ে নজর কেড়েছে ‘রাজশ্রী’ পুত্র ইউভান।  সাদা ধুতি-পাঞ্জবিতে একরত্তিকে যেন চেনা দায়। 

       

কীতর্নের তালে নাচছে সে। কখনও আবার চেষ্টা করছে শঙ্খ বাজাতে। 

 সম্প্রতি মুক্তিপ্রাপ্ত রাজ -শুভশ্রীর ছবি 'হাবজি গাবজি' সফল। তাই বলাই যায় সময়টা ভালই কাটছে 'রাজশ্রী'র। 

এরকম আরও
স্টোরি চাই?

Read More
হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব জগন্নাথের স্নানযাত্রা। এবছর এই বিশেষ উৎসব পড়েছিল ১৪ জুন। শুভ দিন উপলক্ষে বিশেষ পুজো ও নাম-কীর্তনের আয়োজন করা হয়েছিল রাজ চক্রবর্তী -শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাড়িতে।