7 DECEMBER 2021
হলুদকে অনেকসময় ‘মিরাকল হার্ব’ বা অলৌকিক ভেষজ বলা হয়ে থাকে।
এবার সেই হলুদের প্রেমে পড়লেন স্বয়ং অভিনেত্রী জয়া আহসানও।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয়।
ফ্যানেদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন জীবনের নানা ঘটনা।
করোনায় ঘরবন্দি সময়ে ছাদ বাগানে গাছের পরিচর্যা করেই বেশিরভাগ সময় কাটিয়েছেন তিনি।
প্রায়ই ছাদ বাগানের সবজি ও ফলের ছবি পোস্ট করেন জয়া।
ডালাভর্তি কাঁচা হলুদের ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সদ্য তোলা সোনালী রঙা হলুদের মনমোহিনী ঘ্রাণ…’
ঢাকার ইস্কাটনের বাড়ির ছাদে হলুদ গাছ লাগিয়েছিলেন জয়া।
শুধু হলুদই নয়, এই বাগানে রয়েছে থাই বেগুন, বরবটি, শিম, লেবু, মাল্টা, ডুমুর, বেদানা, বরই, পেয়ারা, সফেদা, বেরি, কামরাঙা ও ভেষজের নানা রকম গাছ।
সম্প্রতি লন্ডন থেকে ফিরেছেন জয়া। মাকে নিয়ে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি।
কিছুদিন আগেই পশু প্রেমের জন্য প্রাণবিক বন্ধু পুরস্কারে সম্মানিত হয়েছেন জয়া আহসান।