BY: Aajtak Bangla 

৩৯-এও 'নট আউট', ক্রিকেট কাঁপাচ্ছেন বাংলার ঝুলন

28 MARCH 2022

৩৯ বছর বয়সে এসেও ভারতের মহিলাদের ক্রিকেট দলকে চমক দিয়ে চলেছেন বাংলার মেয়ে (Jhulan Goswami)।

ভারতের মহিলা ক্রিকেট দলের ফাস্ট বোলার। তাঁর ২০ বছরের ক্রিকেটের কেরিয়ার নজর কাড়ে।

সম্প্রতি, তিনি বিশ্বের প্রথম বোলার হিসেবে একদিনের ক্রিকেটে ২৫০ উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়েন।

তিনি বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ২০০টি একদিনের ম্যাচ খেলেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে ঝুলন গোস্বামী ১৯৯টি ওয়ানডেতে ২৫০ উইকেট নিয়েছেন।

তিনিই মহিলাদের ক্রিকেটে বিশ্বের প্রথম বোলার হিসেবে এই কৃতিত্ব গড়েছেন।

সম্প্রতি, তাঁর কেরিয়ারের শেষ পর্বে আরও একটি নতুন রেকর্ড গড়েছেন তিনি।

বাংলার গর্ব চাকদার কন্যেকে নিয়ে বলিউডে হচ্ছে তাঁর বায়োপিক। ছবির নাম 'চাকদা এক্সপ্রেস'। ছবিতে ঝুলনের ভূমিকায় দেখা যাবে অনুষ্কা শর্মাকে। জোর কদমে চলছে তার শুটিং।
(Video: Jhulan Goswami Instagram)

এরকম আরও
স্টোরি চাই?

Read More
Jhulan Goswami: ৩৯ বছর বয়সে এসেও ভারতের মহিলাদের ক্রিকেট দলকে চমক দিয়ে চলেছেন বাংলার মেয়ে (Jhulan Goswami)। ভারতের মহিলাদের ক্রিকেট দলের ফাস্ট বোলার। তাঁর ২০ বছরের ক্রিকেটের কেরিয়ার নজর কাড়ে। সম্প্রতি, তিনি বিশ্বের প্রথম বোলার হিসেবে একদিনের ক্রিকেটে ২৫০ উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়েন।